সম্পাদকীয়
যৌবন যার যুদ্ধে যাবার সময তার। যুদ্ধ শব্দটাকে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন খাতে প্রবাহিত করার চক্রান্ত কালে কালে রয়ে গেছে। যুব সমাজকে স্থান কাল পাত্র ভেদে সব সময় শক্তির আধার হিসেবে গণ্য করা হয়। যুব সমাজের শক্তির উপর ভিত্তি করে বলতে সামগ্রিক যুব জনতার শক্তির উপর ভিত্তি করে একটি রাষ্ট্র ব্যাপক উন্নতির চরমে পৌঁছে। যেই দেশের যুবসমাজ বিপদগামীতার দিকে ধাবিত হয় সেই দেশের শক্তি ক্রমান্বয়ে নি¤œগামী হতে থাকে। যুবকদের প্রথম ক্ষতিটা হয়ে থাকে নৈতিকতার অবক্ষয়। নৈতিকতার অবক্ষয় যখন তার ওপর প্রতিষ্ঠিত হয়ে যায় তখনই সামাজিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক আত্মীয়-স্বজনের সাথে সম্পর্কের ব্যাপক ফাটল ধরে। এই যুব সমাজের সামাজিক পারিবারিক সমন্বয়ের সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। পারিবারিক অবস্থানের ক্ষেত্রে নৈতিকতার অভাব। শিশু অবস্থায় সাবলীল জীবন ব্যবস্থার অভাব। শিক্ষা জীবনে সঠিক দিক নির্দেশনামূলক শিক্ষার অর্জনের ক্ষেত্রে জীবনমুখী শিক্ষার দৃষ্টান্তের অভাব। যার ফলে এতগুলো সমস্যার কারণে যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক জীবন পথে প্রবাহিত হতে থাকে। এ সকল প্রভাব প্রবাহমান পথগুলো ইভটিজিং মাদক ধর্ষণ এই তিনটার সংস্পর্শে চলে যায়। এর মধ্যে মাদক সম্পৃক্ততা বর্তমান বাংলাদেশে খুবই সহজ। ২ নভেম্বর দৈনিক শপথ পত্রিকায় প্রকাশ হয় মতলবে যুব দিবস পালিত হয়েছে। দিবসের বাস্তবতা আর যুব জীবনের বাস্তবতা বর্তমান সময়ে বাংলাদেশে সমন্বয় করা সম্ভব নয়। তথ্যপ্রযুক্তি এক ধরনের মাদক নেশার মতো কাজ করে যার ফলে কিছু যুবসমাজ নৈরাজ্য মানসিকতার প্রভাবে প্রভাবান্বিত হয়ে পড়েছে। কিছু যুবসমাজ মাদকতার দিকে আটকে গেছে। কিছু যুবসমাজ ধর্ষণের দিকে এগিয়ে যাচ্ছে। আরো কিছু যুব সমাজ রয়েছে যারা ইভটিজিং এর মত কাজে লিপ্ত হয়ে পড়ছে। যার ফলে এত অন্তরায় যুব সমাজকে ঘিরে ধরেছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য যুব সমাজকে মুক্ত রাখার জন্য সরকার যুব উন্নয়নের ব্যাপক প্রতিষ্ঠান সৃষ্টি করেছে বাংলাদেশ সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে। কিন্তু যুব সমাজ থেকেই সামগ্রিক দেশের জনসমষ্টির অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা যোগাযোগ প্রযুক্তি এবং নেতৃত্ব এর সবকিছুর দায়িত্ব যুবকদেরকেই নিতে হবে। যতগুলো দপ্তর রয়েছে রাষ্ট্র পরিচালনার জন্য এর সবগুলো পদই কাঁধে নিবে এই যুবসমাজ। যদি যুবসমাজ সঠিক চিন্তা চেতনার অভ্যন্তরের জীবন ব্যবস্থাকে তৈরি না করতে পারে তাহলে এই জাতি বিশেষ করে বাংলাদেশ তলিয়ে যাবে মানবিক দিক থেকে এমনটাই সচেতন মহলের অনুমান।