স্টাপ রিপোর্টার, ঢাকা :
দিনাজপুর উপজেলা যুবলীগের গ্রেফতারকৃত দুই নেতা আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য আসাদুল ইসলামকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবলীগ। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলা চালিয়ে গুরুতর জখম করার অভিযোগে গ্রেফতারকৃত এই দুই যুবলীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবলীগ সাধারণ সম্পাদক জানান, যুবলীগ একটি সুশৃঙ্খল সংগঠন। এখানে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজদের ঠাঁই নেই। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে ঘোড়াঘাট ইউএনওর উপর হামলার ঘটনায় গ্রেফতার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম ও আসাদুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।