বিল্লাল ঢালী:
শহরের আঙ্গীকারের সামনে বিভিন্ন প্রকার পেস্টুন হাতে দাঁড়িয়ে আছে অনেকেই। এর মধ্যে এক যুবকের হাতে একটি প্যাস্টুনে লেখা ‘ যার মুখে মাস্ক নাই তার সাথে কথা নাই। এছাড়া অপর আরো কয়েকজন মাইকে বলে যাচ্ছে একই কথা। সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে এ কার্যক্রম করে যাচ্ছে জেলা প্রশাসনের হয়ে অসংখ্য স্বেচ্ছাসেবী। এমন মাইকিং বিভিন্ন পাড়া মহল্লায়ও করা হয়ে থাকে। তারি অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে সচেতনতাবোধ জাগ্রত করতে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ৫ জুলাই রোববার বিকেলে অঙ্গীকার এর সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) মোহাম্মাদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। শতভাগ মাক্স পড়া নিশ্চিতকরণ, সামাজিক/শারীরিক দূরত্ব বজায় রাখা, ব্যবসায়ী প্রতিষ্ঠান মাক্স ছাড়া পণ্য বিক্রয় না করা এবং জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করার লক্ষ্যে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা। এসব স্বেচ্ছাসেবকরা নানা রকম ফেস্টুন নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। ফেস্টুনগুলোতে লেখা ছিল, ‘যা মুখে মাক্স নাই তার সাথে কথা নাই’, ‘নিয়মিত কুসুম গরম পানি ও গ্রীণ টি পান করুন’, ‘করোনা নিয়ে নয় আতঙ্ক হই আমরা সতর্ক’ ‘যার কাছে মাক্স নাই তার কাছে বিক্রি নাই’। মানববন্ধনের পাশাপাশি জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক দল মাইকিং এর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করেন।০ মানববন্ধন কর্মসূচি শেষে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।