সম্পাদকীয়:
জনবহুল দেশের জনগণ কোনভাবেই দেশের উন্নয়নের স্বার্থে কাজে লেগেছে অনাদিকাল থেকে। এ পর্যন্ত দেশের জনগণ এই দেশের উন্নয়নের সর্ব নিয়ামক। জনগণের বেশিরভাগ বৈদেশিক অর্থ দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
এরপর প্রবাসীদের মাধ্যমে দেশের অবস্থান সারা পৃথিবীর সাথে তুলনা করে চলছে। সেটা বড় কথা নয় এদের অংশগ্রহণ পরিবার-পরিজনের ও ত্যাগের বিনিময়ে দেশের বিশাল অংশগ্রহণ। এই দেশকে এক সম্মানের স্থানে নিয়ে এসেছে কিন্তু এই প্রবাসীদের প্রবাস জীবনের এবং প্রবাসে গমণেচ্ছুকদের প্রবাসে যাওয়ার পর তাদের সবার প্রবাস থেকে দেশে ফিরে এসে অবস্থান করার পর তাদের অবস্থা করুণ চিত্র দেখা যায়। তার প্রতি নজর দিলে কষ্ট হয়। যারা দেশের উন্নয়নে বিশাল ভূমিকা রাখছে এদেরকেই বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে এবং ইমিগ্রেশন অফিসের জটিলতায় বাংলাদেশ হাই কমিশন, বাংলাদেশ দূতাবাসের কাজ এবং সহযোগিতা করা হয় না। এদের প্রতি কোন প্রকারের হীনমন্যতা অসহযোগিতামূলক বিভিন্ন আচরণের খবর প্রকাশ হয় তখন কষ্ট লাগে যারা দেশের আন্তর্জাতিক আয় বৃদ্ধিতে সাহায্য করে যাচ্ছে তাদের কার্যক্রম অবহেলা অবজ্ঞা এটা বড় বেদনার। কবে প্রবাস জীবনের বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের সঠিকভাবে মূল্যায়ন হবে সঠিকভাবে মূল্যায়ন করবে কোন প্রকারের হয়রানি ছাড়া তাদের যে কোনো সমস্যার বাস্তব সমাধান দেওয়া হবে কবে শুনতে পাবো সেই কথা কবে শুনতে পাবো কবে পাব সে তথ্য-উপাত্তের ভিত্তিতে নিশ্চিত হওয়া যাবে যে দেশের জন্য যারা সবকিছু ছেড়ে আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী ছেড়ে পড়ে থাকে এরা অন্তত বিদেশে অবস্থানের জন্য যা যা দরকার সকল কিছুর বাংলাদেশ দূতাবাস সহযোগিতা করছে। তারা কাজের ক্ষেত্রে কাজে চলে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস তাদের তথ্য সংগ্রহে রাখুন এবং সমস্যা সহজিকরণ আইনি প্রক্রিয়া সহজ হবে কাগজপত্রের উপর ভিত্তি করে তাদের কোনো কষ্ট হচ্ছে না। তখন ভালো লাগবে যারা দেশের সম্মান বিশ্বের সাথে তাল মিলিয়ে সারা পৃথিবীর কাছে পরিচয় করে দিচ্ছে, তখনই আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সম্মানিত করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অবশ্যই তাদের প্রতি সরকারের সকল ক্ষেত্রে এই সমস্ত বিষয়ে আমাদের নজর দেওয়া উচিত। তাদের খবর বেরিয়ে আসলেও তাদের প্রতি কর্তব্য পালন করছে সেই খবর কবে প্রবাসীদের মুখ থেকে বের হয়ে আসবে। সেদিন হবে সার্থকতা। রেমিট্যান্স যোদ্ধাদের খবর প্রবাসীদের সন্তুষ্টির খবর আত্মপ্রকাশ হচ্ছে পত্র-পত্রিকা টেলিভিশনে তখনই সার্থকতা হবে। দেশের রাষ্ট্রীয় কাঠামো বৈদেশিক ব্যবস্থাপনায় আমাদের সকল সমস্যার সমাধান করে দেওয়া হচ্ছে এতে আমাদের কোনো প্রকার সমস্যা হয় না এই খবর যেদিন প্রকাশ হবে তবেই সার্থক হবে। প্রবাসীদের সুবাতাসের খবর ছড়িয়ে সংশ্লিষ্ট দপ্তর এই বিষয়গুলো পাসপোর্ট করা বিদেশ যেতে ইচ্ছা পোষণ করার জন্য সহযোগিতা করা। সরকারি অর্থে বিদেশ ভ্রমণের ব্যবস্থা করে দেওয়া। তারপর বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং বিদেশ থেকে দেশে আসার প্রক্রিয়া তে বিশেষভাবে সহযোগিতা করা। দেশে আসার পর খুব সহজে এদের প্রত্যাগমণ কর্মস্থলে যাওয়ার সহজ ব্যবস্থা করা। তাহলেই আমাদের তাদের প্রতি সম্মান দেখানো হবে আর দেশের উন্নয়নের ক্ষেত্রে তাদেরকে সম্মান করা হবে এবং দেশ উন্নত বলে প্রমাণিত হবে। যে শ্রমিকের ঘাম দিয়ে তৈরি হচ্ছে দেশের সকল পরিস্থিতি সেই শ্রমিক পদতলে পিষ্ট হলে ওই দেশের সম্মান থাকে না ওই দেশের উন্নতির কোন দাম থাকে না ওই দেশের জনগণের মূল্য থাকে না তাই প্রবাসীদের সম্মান করা ছাড়া আমাদের কোনো অস্তিত্বই থাকবে না।