মেহেদী হাসান, স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা:
ঢাকার যাত্রাবাড়ি এলাকায় ৬৬জন করোনা আক্রান্ত হওয়ায় ৫৪টি বাড়ি লক ডাউন করে দেয়া হয়েছে। যাত্রবাড়ি থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
উপ-পরিদর্শক জহিরুল ইসলাম আরো জানান, যাত্রাবাড়ি এলাকায় ইতোমধ্যে ৬৬জন করোনা আক্রান্ত হয়েছে। এরমধ্যে ৩জন পুলিশ সদস্যও আক্রান্ত হয়। আক্রান্ত পুলিশ সদস্যদের আইসোলেশনে পাঠানো হয়েছে।
করোনায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুলিশ সচেষ্ট ভূমিকা পালন করছে।