মেহেদী হাসান দিপু, ঢাকা :
১০ মে ২০২০ (রবিবার) থেকে সীমিত আকারে দোকান ও শপিংমল খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে রমজান মাসে বাংলাদেশে অবস্থিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্ক খোলা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ঠিকবএকই সিদ্ধান্তে উপনিত হয়েছে রাজধানীর অন্যতম জনপ্রিয় শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স।যমুনা ফিউচার পার্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৬মে (বুধবার) বিষয়টি নিশ্চিত করেছেন।
এক প্রতিক্রিয়ায় তারা বলছেন, করোনার চলমান পরিস্থিতির উন্নতি না হলে জনর্স্বাথের এবং দেশের কথা বিবেচনা করে যমুনা ফিউচার পার্ক খোলা হবে না।
ইতোমধ্যে একই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাকাউন্ট) শেখ আব্দুল আলিম।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আগামী ১০ মে (রবিবার) থেকে দোকান ও শপিংমল খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। বিষয়টি নিয়ে বসুন্ধরা সিটির ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, চলমান করোনা পরিস্থিতির উন্নতি না হলে আমরা শপিংমল খুলব না। তিনি আরও বলেন, প্রতিদিন ক্রমাগত হারে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং প্রতিনিয়ত মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে হ। এমতবস্থায় বসুন্ধরা সিটির অধিকাংশ ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান না খোলার কথা জানায়।
ইতোপূর্বে ৪ মে (সোমবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো চিঠি দিয়ে করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান ও শপিংমল আগামী ১০ মে(রবিবার) থেকে খুলার কথা নিশ্চিত করে মন্ত্রিপরিষদ বিভাগ এবং বিকেল ৪টার মধ্যে সকল দোকান ও শপিং মল বন্ধ করতে হবে বলে নির্দেশনা দেয়া হয়। সেই ক্ষেত্রে সকল শপিংমলে প্রবেশে স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে জানানো হয়েছে।