স্টাফ রিপোর্টার:
যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও নিউজ প্রেজেন্টার শাহাদাত হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার প্যাথলজি পরীক্ষায় তার কভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। শুধু শাহাদাতই নয় তার শশুরেরও প্যাথলজি পরীক্ষায় কভিড-১৯ পজেটিভ বলে জানা গেছে।
শাহাদাত হোসেন তার ফেসবুক স্ট্যাটাসে লিখন, এমন একটা সকাল আসবে ভাবিনি। জন্ম মৃত্যুসহ সব কিছুই মহান আল্লাহ নির্ধারণ করেন। সম্পুর্ণ আস্থা আছে সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামীনের উপর। কভিড-১৯ পজিটিভ হওয়ার পর বৃহস্পতিবার বিকেল থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছি আমি এবং আমার শশুর।
আমি বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আমার শশুর একটু অসুস্থ্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজ আমার সাড়ে তিন মাস বয়সী ছোট্ট সোনামনিসহ বাসার সবার নমুনা নেয়া হবে। খুব কষ্ট হচ্ছে আমার নামিরাহ মামনির জন্য। সবাই খোঁজ খবর নিচ্ছেন তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপডেট জানালাম।
শুরু থেকেই আমার অফিস যমুনা টেলিভিশনের শতভাগ সহযোগীতা পাচ্ছি। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। সবার প্রতি অনুরোধ খুব কঠিন একটা সময় পার করছি আমরা। সাবধানে থাকুন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন আল্লাহ যেনো আমাদের সবাইকে রক্ষা করেন, আমিন।
অপরদিকে শাহাদাত হোসেনের নিকট আত্মীয় চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান চাঁদপুর প্রেসক্লাবের গ্রুপে জানান, বেগম খালেদা জিয়ার মুক্তির সংবাদ কভার করতে গিয়ে আমার ভায়রা শাহাদাত বৈশ্বিক মহামারীতে আক্রান্ত হয়েছেন। তাকে এবং তার সংস্পর্শে আসা আমার খালা শশুর রেলওয়ের কর্মকর্তা নিজামুদ্দিনকে বৃহস্পতিবার (০৯ এপ্রিল) কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের জন্য সবার কাছে দোয়া চান বিএম হানান।
প্রসঙ্গত, শাহাদাত চাঁদপুরের হামইচর উপজেলার কৃতিসন্তান। তিনি এক কন্যা সন্তানের জনক।
আজ,
শনিবার , ২৫ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।