১৯৯৭ সালে প্রয়াত তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ্-এর অসমাপ্ত ‘প্রেম পিয়াসী’ ছয়াছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেন রাফি সালমান। পুরো নাম মোঃ রফিকুল ইসলাম। সম্প্রতি তিনি কলকাতায় জনপ্রিয় পরিচালক অমিত চ্যাটার্জির পরিচালিত ঘ্যারা ছবিতে অভিনয় করছেন। এ নিয়ে ঢাকা কলকাতায় ব্যস্ত সময় পার করছেন তিনি। চাঁদপুর শহরের কোড়ালিয়া হাওলাদার বাড়ির মৃত ইব্রাহীম হাওলাদার এর সুযোগ্য পুত্র তিনি। দেশের অন্যতম নায়িকা শাবনুরের সাথে অভিনয় দিয়ে চলচিত্র জগতে শুরু হওয়া ভাগ্যবান পুরুষ রাফি সালমান। তিন ভাই চার বোনের মধ্যে রাফি পঞ্চম। চাঁদপুর সরকারী কলেজ থেকে স্মাতক পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স সম্পন্ন করেন। দীর্ঘদিন ঢাকার বেইলী রোডে থাকতেন। তখন বয়স বিশ কি বাইশ। পরিচালক রেজা হাসমত এর মাধ্যমে সিনেমা জগতে পর্দপণ। দীর্ঘদিন বিভিন্ন নাটকে অভিনয় করেছেন। তারপর ২০০৭ সালে মা মনোয়ারা বেগম মারা যাওয়ার পর ছবির জগৎ থেকে একটু সরে যান। অবশ্য অভিনয় প্রেমী মানুষ রাফি সালমান আবার ২০১৪ সালে আবার নতুন উদ্যোমে অভিনয় শুরু করেন।। সূর্য তরুণ নাট্য সংগঠন দিয়ে অভিনয় শুরু রাফি সালমান। এ সংগঠনের সাধারন সম্পাদক ছিলেন। দুই তিনটি নাটকের নির্দেশনা ও দেন। সম্প্রতি কথা হয় সাপ্তাহিক শপথ এর সাথে।
সাপ্তাহিক শপথ : সিনেমা জগতে আপনার আগমন ঘটলো কিভাবে?
রাফি সালমান: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ্ অসমাপ্ত ছায়াছবি ‘প্রেম পিয়াসী’ বিশেষ চরিত্রে অভিনয় করা আমার জন্যে বড় সুযোগ। ছবিটিতে ১৯৯৭ শেষ এর দিকে অভিনয় শুরু করি। ১৯৯৮ সালে ছবিটি মুক্তি পায়। এরপর দীর্ঘদিন নাটক এর সাথে সম্পৃক্ত ছিলাম। আমার অভিনয়কৃত উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ভয়, ভুলগুলো সব কষ্ট এখন, নীল যাযাবর, শেখর, নারী, সোনার হরিণ, মূল চরিত্রে অভিনয় করি। ২০১৬ সালে আমার অভিনিত ‘দিওয়ালা মন’ সিনেমা মুক্তি পায়। গল্পটা লিখিছিলেন ইসলাম প্রীতম। এটি একটি মৌলিক ত্রিভূজ প্রেমের গল্প ছিলো। এর মূল শারমর্ম ছিলো-প্রেম স্বর্গীয় তাই জোর চলে না। ২০১৬ সালের ২০ মে ছবিটি ৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পরের সপ্তাহে আরো ২৫টি সিনেমা হলে তা প্রদর্শন করা হয়।
সাপ্তাহিক শপথ : অভিনয় জগতে আপনি কতটুকু সফল?
রাফি সালমান: সফলতা ব্যর্থতা নির্ভর করে মানুষের কর্মের উপর। আমি মোটামুটি সফল বলতে পারি।
সাপ্তাহিক শপথ : বর্তমানে কি কি ছবিতে কাজ করছেন?
রাফি সালমান: প্রেমের নোঙ্গর, কমান্ডো, জোশ হাতে আছে। শীঘ্রই শুটিং শুরু হবে। প্রধান নায়িকা চরিত্রে থাকে বাংলাদেশের প্রথম সারির নায়িকা। নামটা প্রকাশ করছি না। কারণ কয়েকজনের সাথে কথা হচ্ছে।
সাপ্তাহিক শপথ : প্রায় দুই দশক অভিনয় করছেন, প্রাপ্তি কি?
রাফি সালমান: হা হা হা। মনে তৃপ্তি, শান্তি। আমি একজন অভিনেতা। এছাড়া আর কোনো প্রাপ্তি নেই। কেউ জেনে আমাকে বলবে অভিনেতা এটাই আমার প্রাপ্তি। পয়সা আসবে এটা ভাবিনি।
সাপ্তাহিক শপথ ঃ ভবিষ্যৎ পরিকল্পনা কী?
রাফি ঃ ভালো কিছু করা। বাংলা চলচিত্রে ভালো কিছু কাজ উপহার দেয়া। হারানো দিন ফিরিয়ে আনতে কাজ করছি। দর্শককে হল মুখি করার চেষ্টা করছি।
সাপ্তাহিক শপথ : সিনেমা হল বিলুপ্ত হয়ে যাচ্ছে! কিন্তু কেন?
রাফি সালমান: একটি দেশের সাংস্কৃতি যদি বেঁচে না থাকে, তবে সে দেশ-ই থাকবে না। সাংস্কৃতি থাকলে দেশ থাকবে।
সাপ্তাহিক শপথ : ছবির জগতে আপনার স্মরণীয় একটি ঘটনা বলুন।
রাফি সালমান: যখন শাবনুরের বিপরীতে অভিনয় করতে দাঁড়ালাম। এতো অটোগ্রাফ দিতে হয়েছে। আমি যদি সুপার স্টার হই তবুও এমন পরিস্থিতির সম্মুখিন আর কখনো হতে পারবো কি না জানি না। তখন থেকে নায়ক কিংবা অভিনয়কে ভালোবাসতে শুরু করেছি।
সাপ্তাহিক শপথ: নতুন ছবিতে কাজ করছেন। দর্শক নন্দিত হতে পারে ছবিটি?
রাফি সালমান: আমার জীবনের স্বপ্ন পুরনে কলিকাতার ছবিতে সুযোগ করে নিয়ে একটি ছবির কাজ করার ইচ্ছে ছিলো। সে সুবাধে ‘ঘ্যারা’ ছবির পরিচালক অমিত চেটার্জি আমাকে নিয়ে নিজের লেখা গল্পের ছবিতে যতটুকু আশা করেছেন, আমি নিজের মেধা চেষ্টা উজাড় করে অভিনয় করার চেষ্টা করে যাচ্ছি। কেনো না বাংলার মুখ উজ্জল করতে এখন এই ছবিটি আমার কাছে একটি চ্যলেঞ্জ। তাছাড়া নতুন নায়িকার সাথে কাজ করলেও মেয়েটি খবি ভালো অভিনয় করেছে। ছবির গানগুলো অসাধারণ, যা দর্শকদের আনন্দ দিবে। অশোক দাসের কথা ও শুরে মোট পাঁচটি গানে মিউজিক করেছেন তিনি নিজেই। ক্যমেরায় ছিলেন তীর্থ মিত্রা। সেট ডিজাইনার সুমন দাস। নিত্য পরিচালক রাজশ্রী প্রোডাকশন ম্যনেজার অভি চ্যাটার্জি।
সাপ্তাহিক শপথ : তরুন প্রজন্ম চলচিত্র বিমুখ?
রাফি সালমান: প্রধান কারণ হচ্ছে তরুণ প্রজন্মের কাছে যাওয়ার মতো সঠিক গল্প বা চলচিত্র নিয়ে উপস্থিত হতে পারছি না। এখন বিনোদনের মাধ্যম বেড়ে গেছে। অপসাংস্কৃতি বিরাজ করছে। অবশ্য একটা সময় এ পরিস্থিতি থেকে যুব সমাজ বা তরুণ সমাজ ফিরে আসবে। কলকাতা একসময় বাংলাদেশের চলচিত্র ফলো করতো। দর্শকের কাছে যাওয়ার মতো। কাজ করেই বলে তারা সফল হচ্ছে।
সাপ্তাহিক শপথ: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রাফি সালমান: সাপ্তাহিক শপথের মঙ্গল কামনা করছি।
আজ,
বুধবার , ২৯ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।