তুহিন ফয়েজ:
দেশের একমাত্র মিঠা পানির বিচ মোহনপুর পর্যটন লিঃ। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের আত্মমর্যাদা ও সম্মান সবার ওপরে রাখার আহ্বানের মধ্য দিয়ে গতকাল রোববার থেকে দেশের সকল মুক্তিযোদ্ধাদের জন্য মোহনপুর পর্যটন লিঃ এর প্রবেশ ফি বাদ দিয়েছেন কেন্দ্রীয় আ.লীগের উপ-কমিটির সদস্য, সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি, মোহনপুর পর্যটন লিঃ ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক কাজী মিজানুর রহমান।
এছাড়াও মতলববাসীর জন্য বিয়ে, জন্মদিন, বৌ-ভাতসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য মোহনপুর পর্যটন লিঃ এর দ্যা শিপ ইন হলরুম এবং মোহনপুর লঞ্চঘাটে যাত্রী-উঠা-নামাসহ সকল প্রকার টোল ফ্রী করে দিয়েছেন তিনি।
মুক্তিযোদ্ধাদের জন্য মোহনপুর পর্যটন লিঃ এর প্রবেশ ফি ফ্রী করার পর কাজী মিজানুর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধে যারা বীরত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের সম্মান দিলে দেশ ও জাতি সম্মানিত হয়। তাদের আত্মত্যাগের ফলেই আমরা এই দেশটা পেয়েছি। তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। বাঙালিরা আজ কোথাও আত্মপরিচয়ের সংকট নেই। আমরা মাথা উঁচু করে বলতে পারি, আমি বাঙালি, বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। আমার দেশ বাংলাদেশ।
তিনি আরও বলেন, এক সময় এই দেশে বীর মুক্তিযোদ্ধারা ছিল অবহেলিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের সেই মর্যাদা ফিরিয়ে দিয়েছেন। রাজাকার, আল-বদরদের বিচার করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা ও মতলব উত্তর উপজেলা আ.লীগের সদস্য রাধেশ্যাম সাহা চান্দু বাবু, মোঃ বিল্লাল হোসেন মৃধা, মোঃ সিরাজ, মোঃ নুরুল হকসহ মতলব উত্তর উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ।
এ বিষয়ে মোহনপুর পর্যটন লিঃ এর জেনারেল ম্যানেজার কাজী মোঃ জাকির হোসেন বলেন, মোহনপুর পর্যটনে পর্যটকদের সংখ্যা দিনদিন বেড়েই চলছে এবং স্বাস্থ্যবিধি মেনেই দর্শনার্থীরা পর্যটনে আসছে।
এদিকে গতকালও মোহনপুর পর্যটনে গিয়ে আগত দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ব্রাক্ষণবাড়িয়া কলেজ শিক্ষক মোঃ মোশারফ হেসেন বলেন, আমি আমার পরিবার নিয়ে মোহনপুর পর্যটনে এসেছি। এখানে এসে দেখলাম মিঠা পানির বিচ, থিম পার্ক, বিভিন্ন রাইড, অসংখ্য ফুলের সমারহ। খুবই সুন্দর এই পর্যটনটি। এখানে না আসলে জানতাম না যে মোহনপুর পর্যটন লিঃ একটি চমৎকার পর্যটন কেন্দ্র। এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে।
শুক্রবার ব্রাক্ষণবাড়িয়া সমিতির বার্ষিক বনভোজনের প্রধান অতিথি হিসেবে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, বিদ্যালয় পরিদর্শকসহ শিক্ষা বোর্ডের কর্মকর্তাগণ এবং হাজীগঞ্জ অফিসার্স ক্লাবের কর্মকর্তাগণ মোহনপুর পর্যটনের দ্যা শিপ ইন এ দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ এবং মোহনপুর পর্যটনের বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উপভোগ করেছেন তারা।