কচুয়া প্রতিনিধি :
দীর্ঘদিন কারাবরণ শেষে বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে কচুয়ায় আসলেন উপজেলা পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান শাহজাহান শিশির। ঢাকা থেকে গতকাল মঙ্গলবার সাড়ে ১২টায় শাহজাহান শিশির কচুয়ার প্রবেশদ্বার বায়েক মোড়ে আসলে বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়। পরে তিনি মোটর সাইকেল শোভাযাত্রায় নিজ বাড়ি উপজেলার জগতপুরে রওয়ানা হয়ে আসেন। এ সময় শতশত লোকজন তাকে এক নজর দেখতে সকাল ১০টা থেকে রাস্তার দুপাশে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে থাকে। যাত্রা পথে শাহজাহান শিশির রাস্তায় নেমে আসা লোকজনদেরকে গাড়ি থেকে হাত নেড়ে অভিনন্দন জানান। রাস্তায় নেমে আসা লোকজনদেরকে অভিনন্দন জানিয়ে বায়েক থেকে জগতপুর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে ৩ ঘণ্টারও বেশি সময় লেগে যায়। বাড়িতে পৌঁছেই প্রথমে তিনি তাঁর পিতা-মাতার কবর জিয়ারত করেন।
শাহজাহান শিশির টানা ৩ মাস ১২দিন কারাভোগ করার পর বিজ্ঞ উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন প্রাপ্ত হয়ে ৭ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান। কারাগারে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়ায় জামিন পেয়ে তিনি কচুয়ায় না এসে ঢাকার বাসায় চলে যান।
গত ১৯ জুলাই কচুয়া উপজেলা পরিষদ সংলগ্ন কচুয়া শহীদ স্মৃতি বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ৬ তলা বিশিষ্ট ভবন নির্মাণে কাজে অনিয়মের ঘটনায় চাঁদপুর শিক্ষা প্রকৌশলী বিভাগের উপসহকারী প্রকৌশলী নুরে আলমের সাথে চেয়ারম্যান শিশিরের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রকৌশলী লাঞ্চিত হয়। এ নিয়ে ওই দিন রাতে প্রকৌশলী নুরে আলম বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির প্রধান আসামী হিসাবে গ্রেফতার হন।
২৩ জুলাই স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপসচিব জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে শাহজাহান শিশিরকে উপজেলা চেয়ারম্যান পদ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।