আব্দুস সালাম:
মেয়েকে দা দিয়ে কোপিয়ে সটকে পড়ার সময় পিকআপ ভ্যান চাপায় মারা গেছেন বাবা মো. শফিক পাটোয়ারী (৬৫)। শনিবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া কাদির মুন্সি বাড়ির সম্মুখে এ ঘটনা ঘটে। নিহত শফিক পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের মৈশাদী গ্রামের পাটোয়ারী বাড়ির বাসিন্দা।
জানা গেছে, কয়েক বছর আগে নিহত শফিক পাটোয়ারীর মেয়ে ফরিদা বেগমের (২৮) সাথে নয়ারহাট এলাকার চির্কা গ্রামের কাজী বাড়ির মো. নুরুজ্জামান খানের ছেলে আব্দুল কুদ্দুসের বিয়ে হয়। ঘটনার দিন মৃত শফিক পাটোয়ারী তার মেয়ের বাড়িতে ছিলেন। ওই দিন দুপুর ২ টায় ফরিদা বেগম বাড়িতে ছিলো। হঠাৎ তার বাবা কোন কিছু না বলেই নিজ মেয়েকে দা দিয়ে কোপ দিয়ে দৌড়ে অটোরিক্সায় পালিয়ে যাবার চেষ্টা করে। পথিমধ্যে সে অটো থেকে ঝাঁপ দিলে পেছন থেকে ধেয়ে আসা পিকআপ ভ্যানের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে মেয়ে ফরিদা বেগমের শ্বশুড় মুহাম্মদ নুরুজ্জামান খান বলেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাই তিনি এমন কাজ করেছেন বলে তিনি জানান।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোহাম্মদ শহীদ হোসেন জানান, আহত ফরিদা বেগমকে সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। তবে আমরা জেনেছি মৃত শহীদ পাটোয়ারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে ওসি জানান।