বিশাল দাস:
চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখায় অধ্যয়নরত মেধাবী ছাত্রী ইসরাত জাহান ফারিহা। সে জিবিএস ভাইরাসে আক্রান্ত। ফারিহা গত ২৫ মার্চ হঠাৎ এই ভাইরাসে অসুস্থ হয়ে পড়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, ইসরাত জাহান ফারিহা চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকার বাসিন্দা আমির খান ও ফাতেমা বেগমের কন্যা । বর্তমানে সে ঢাকা শের-ই-বাংলা নগর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগে ৮ম তলা, বেড নং ১৩তে ভর্তি অবস্থায় আছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসক রোগীর অভিভাবকদেরকে দ্রুত প্রতিদিন ১০টি ইনজেকশন করে ৬ দিনে ৬০ টি ইনজেকশনের টাকা জোগাড় করতে বলেন। প্রতিটি ইনজেকশনের মূল্য ১২০৬৮টাকা (বার হাজার আটষট্টি) টাকা, ৬০টি ইনজেকশনের মূল্য দাঁড়ায় ৭,২৪,০৮০ টাকা (সাত লক্ষ চব্বিশ হাজার আশি) টাকা। অন্যান্য খরচ ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বাবৎ প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন। এই পরিমান টাকা তার গরিব পিতা-মাতা ও আত্মীয়স্বজনের পক্ষে ব্যবস্থা করা সম্ভব না হওয়ায় সমাজের বিত্তশালী, সমাজসেবক ও সকল শ্রেনী পেশার মানুষের নিকট সহযোগিতা কামনা করেন।
আপনার সামান্য সহোযোগিতায় বেঁচে যাতে পারে একটি প্রান।
যোগাযোগঃ ফাহিম
+8801997156556 (রোগীর ভাই)