মোঃ রাছেল,কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি:
মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতির ঘোষণায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ (বিএমটিপি) এর চাঁদপুর জেলা শাখা। শনিবার সংগঠনের পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে দেশে মহামারি করোনাভাইরাসের প্রকোপ চলছে। এই মহামারির মধ্যে এক শ্রেণির নীতিবর্জিত মেডিকেল টেকনোলজিষ্টদের সংগঠন বিপিএসএমটিএ ও বিতর্কিত বিএমটিএ স্বাস্থ্য অধিদফদতরের সামনে অবস্থান ধর্মঘট করে স্বাস্থ্যখাতের কাজকে বাধাগ্রস্ত করছে। তারা গত রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সামনে মানববন্ধন করে আগামী বৃহস্পতিবার(১৫ জুলাই) সারাদেশে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। করোনা মহামারিতে স্বাস্থ্য খাতকে জিম্মি করে এ রকম ঘৃণ্য কর্মসূচির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর জেলা বিএমডিসির নেতৃবৃন্দ।
চাঁদপুর জেলা শাখা সাধারণ সম্পাদক মানিক চন্দ্র মজুমদার বলেন, করোনা মহামারিতে জনবল সঙ্কটের কারণে হিমশিম খেতে হয়েছিল স্বাস্থ্যকর্মীদের। এমন পরিস্থিতির মধ্যে করোনা মোকাবিলায় এগিয়ে আসতে শুরু করেন সারাদেশের স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিষ্টরা। দেশে সরকারি পর্যায়ে এমনিতে মেডিকেল টেকনোলজিষ্টদের সংকট, তার মধ্যে করোনা মহামারি। এই মহামারিতে মেডিকেল টেকনোলজিষ্টদের কর্মবিরতি কোনোভাবেই কাম্য নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।