মোঃ হোসেন বেপারী:
পদোন্নতি পেয়েছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। খুব শীঘ্রই তিনি ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে যোগদান করবেন বলে জানা গেছে। কিন্তু পদোন্নতি পেয়েও সবশেষ গতকালের মাসিক সভায় আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। এসময় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাজীগঞ্জ-শাহরাস্তির সাংসদ মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম ও হাজীগঞ্জবাসীর প্রতি।
তিনি বলেন, আজকের এই মাসিক সভাই হয়তো আমার জন্য হাজীগঞ্জ উপজেলায় শেষ সভা। তিনি বলেন, মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম স্যার আমাকে যেভাবে সহযোগিতা করেছে এবং অনুপ্রেরণা দিয়েছে আমি সারা জীবন স্যারের কাছে কৃতজ্ঞ থাকবো। এই উপজেলায় কর্মরত থাকা অবস্থায় সর্বোচ্চটা দিয়ে জনসাধারণের সেবা করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু সেবা করতে পেরেছি আপনাদের। তবে এই উপজেলাবাসীর ভালোবাসায় আমি মুগ্ধ। আপনাদের ছেড়ে যেতে হবে এটা ভেবেই খুব খারাপ লাগছে।
এসময় মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম যেভাবে সততা ও নিষ্ঠার সাথে তার দ্বায়িত্ব পালন করেন সেভাবেই যেন তিনি দায়িত্ব পালন করতে পারেন সেজন্য দোয়া চেয়েছেন সাংসদ রফিকুল ইসলামের নিকট।
উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কে এম আল আমিন সাক্ষরিত এক পত্রের মাধ্যমে জানা যায়, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার পদন্নোতি পেয়ে ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে খুব শীঘ্রই যোগদান করবেন। তিনি গত ১ এপ্রিল ২০২১ হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। সততা ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করে তিনি কুড়িয়েছেন ব্যাপক প্রশংসা।