সুমন আহমেদ
মতলব উত্তরে মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ২টায় ৬নং কলাকান্দা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে দশানী লঞ্চ ঘাটের উত্তর পাশ থেকে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর নৌ ফাঁড়ির এসআই নিদুল চন্দ্র কোপালী।
তিনি জানান, উদ্ধারকৃত মরদেহ দেখে ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর হবে। মেঘনা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে নৌ-পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এস আই নিদুল চন্দ্র কোপালী আরও বলেন, মরদেহটি ভাসমান অবস্থায় ছিলো। মৃতদেহের বড়ি থেকে অনেকাংশে চামড়া খসে গেছে। ধারণা করা হচ্ছে ৮-১০ দিন পূর্বে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে মরদেহ কোন দিক থেকে ভেসে এসেছে সেটা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না।