বোরহান উদ্দিন ডালিম:
চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি হৃদয় লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে। গত ১৬ ডিসেম্বর বুধবার রাত ৭টায় মুন্সিগঞ্জের গজারিয়ায় এ ঘটনা ঘটে। এসময় লঞ্চে থাকা ১৫/২০ জন যাত্রী আহত হয় এবং প্রায় ৫০/৬০ জন যাত্রীর সাথে থাকা স্বর্ণালংকার, টাকা ও মালামালসহ লুটে নেয় ডাকাতরা।
জানা যায়, বুধবার নারায়নগঞ্জ থেকে সন্ধ্যা সোয়া ৫টায় মতলবের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি হৃদয় লঞ্চ। লঞ্চটি চাঁদপুর মুন্সিগঞ্জ সীমানার কাছে আসলে অনুমানিক ৭টায় ডাকাতদল অস্ত্রের মুখে চালককে জিম্মি করে যাত্রীদের সর্বস্ব লুটে নেয়।
জানা গেছে, লঞ্চটি গজারিয়া ঘাট থেকে ছেড়ে আসা লঞ্চটি গজারিয়া ও মতলবের ষাটনল সীমানার কাছাকাছি আসলে ডাকাতরা লঞ্চে ফাঁকা গুলি ছুড়ে। এতে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ডাকাতরা যাত্রীদের মোবাইল, নগদ টাকা, মহিলাদের স্বর্নালংকার ও তাদের সাথে থাকা মালামাল নিয়ে যায়।
এ ব্যাপারে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হোসেন সরকার জানান, ঘটনাটি মুন্সিগঞ্জের গজারিয়ায় ঘটে। এ কারনে আমরা ওই থানায় পাঠিয়ে দিয়েছি। তবে মামলা হয়েছে কিনা আমার জানা নেই।