স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে মেঘনা নদীতে দেশীয় মাছের প্রজনন রক্ষা এবং নদীতে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে বাঁশের জাগ উচ্ছেদকালে নৌ পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের নদী তীরবর্তী এলাকায় অভিযান চালালে এ হামলার ঘটনা ঘটে। এসময় উচ্ছেদ কাজে জড়িত দুই শ্রমিক আহত হয়।
অভিযানের এক পর্যায়ে চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের নদী তীরবর্তী এলাকায় পৌঁছলে প্রায় শতাধিক জেলে ও স্থানীয়রা একত্রিত হয়ে পুলিশের উপর পাটকেল ছুঁড়তে শুরু করে। এর আগে দুপুরে নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলামের নেতেৃত্বে সদরের নদী তীরবর্তী বিভিন্ন ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক জাগ উচ্ছেদ করা হয়।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, আমরা উচ্ছেদ অভিযানে গেলে বেপরোয়া জেলেরা আমাদের ওপর নদীর পাড় থেকে ইটপাটকেল ও লাঠিসোটা নিক্ষেপ করতে শুরু করে। এতে আমাদের কাজে নিয়োজিত দুই শ্রমিক আহত হয়েছে।
তিনি বলেন, চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীতে শত শত অবৈধ জাগ গড়ে তুলেছে জেলেরা। এতে দেশীয় প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এছাড়া এসব জাগের কারণে নৌযান চলাচলে বিঘ্ন ঘটছে। এ কারণেই জাগ উচ্ছেদের এই অভিযান পরিচালনা করা হয়।