মোঃ সবুজ হোসাইন:
হাইমচরে মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া শেষে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলে খোরশেদ বরকন্দাজ (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৬এপ্রিল) সকাল ৯টায় উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছোট লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী ও ইউপি সদস্যগণ। বিষয়টি নিশ্চিত করে হাইমচর থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে লাশ ময়ণাতদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদন করা হয়েছে। পুলিশ বিষয়টি বিবেচনায় নিচ্ছে। তবে পরিবারের কোনো অভিযোগ নেই বলেও জানান ওসি।
জানা যায়, নিহত খোরশেদ বরকন্দাজ সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তা এলাকার পানের ব্যবসায়ি ছিলেন। কিছুদিন পূর্বে তার মায়ের মৃত্যু হয়। এছাড়াও ওই বাড়ির বেশ কয়েকজন গত কয়েকদিন যাবত ডায়রিয়ায় আক্রান্ত। আর তাই মায়ের রুহের মাগফেরাত কামনায় ও ডায়রিয়া থেকে মুক্তির লক্ষ্যে বাড়ির সকলে মিলে ইমামদের দিয়ে কোরআন খতম ও মিলাদের আয়োজন করে। এ উপলক্ষে বাড়ির উঠোনে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়।
পরে দোয়া শেষে প্যান্ডেলের কাপড় খুলতে গিয়ে চেয়ার থেকে ছিটকে মাটিতে পড়ে যান খোরশেদ। এ সময় পাশে থাকা স্ট্যান্ড ফ্যানের তার গায়ের উপরে পড়ে। ওই তারে লিকেজ থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে তার বড় ভাই কুদ্দুস বরকন্দাজও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দুজনকে আহত অবস্থায় হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদকে মৃত ঘোষণা করেন এবং তার ভাইকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রেফার করেন।
নিহত খোরশেদ বরকন্দাজের স্ত্রী তানজিনা বেগম জানান, আমার স্বামী দোকানেই থাকেন। তার মায়ের কবর জিয়ারত ও দোয়ার জন্য তিনি বাড়িতে এসেছিলেন। তিনি বলেন, আমার স্বামী ছাড়া পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি আর কেউ নেই। এখন আমার সন্তানদের কে দেখাশোনা করবে।