স্টাফ রিপোর্টার
মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম বর্ধিত সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত উল্লাহর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কামাল হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ মোস্তফা কামাল (রনি)।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা কামাল রনি বলেন, সারা বিশ্বে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি বলেন, মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস থেকে শুরু করে সরকারি বিধিমালা মেনে চলতে হবে। চাঁদপুরের মাটি ও মানুষের অহংকার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্রদত্ত শিক্ষা নির্দেশনায় শিক্ষার মান বাড়াতে হবে।
আমি মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি হিসেবে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগর আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডঃ রুহুল আমিন রুহুলের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খেলার একটি মাঠ ও নতুন একটি ভবনের ব্যবস্থা করার চেষ্টা করবো। তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষক ও গরীব ও অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য যদি কোন সহযোগিতার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করিবেন। আমি বিদ্যালয়ের স্বার্থে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য পাশে থাকব ইনশাআল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ও অভিভাবক সদস্য (১) জহিরুল ইসলাম হাজরা, (২) মোঃ কবির হোসেন, (৩) মোঃ মাসুদ রানা, (৪) মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া, (৫) শিরিন আক্তার (সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য) (৬) মোঃ মিজানুর রহমান (সাধারণ শিক্ষক প্রতিনিধি), (৭) কাজী মোঃ শহিদ উল্যাহ, (৮) মিসেস মাহবুবা আক্তার (সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও মোঃ রোটারিয়ান সাইফুল ইসলাম (মোহন) ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম (রিয়াদ)।
আরো উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মোঃ সোবাহান ফারুক ও সহ-সভাপতি জাতীয় দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার ক্রাইম রিপোর্টার ও স্বাধীন বাংলা নিউজ টিভি স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ তপছিল হাছানসহ ৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।