স্টাফ রিপোর্টার:
বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণে সমাজসেবা কার্যালয়ের পরিবর্তে রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংক লিমিটেডকে দায়িত্ব প্রদান করা হয়েছে। বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিক মোঃ মতিয়ার রহমানের স্বাক্ষরিত গত ১৯ আগস্ট এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা কার্যক্রম পরিচালনায় গত ১২ জুলাই এস.আর ও নং-২০০-আইন/২০২০ নং স্মারকে ‘বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ-২০২০’ অনুসরণ করা হয় এবং গত ৮ আগস্ট এস.আর ও নং- ২৬৮-আইন/২০২১ নং স্মারকের মাধ্যমে তা সংশোধন করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উক্ত সংশোধিত আদেশে নির্ধারিত উপকারভোগীর নিকট দ্রুততম সময়ে এড়াবৎহসবহঃ ঃড় ঢ়বৎংড়হ(এ২চ) পদ্ধতিতে সম্মানি ভাতা বিতরণ নিশ্চিম করার লক্ষ্যে সমাজসেবা কার্যালয়ের পরিবর্তে রাষ্ট্রায়ত্ব বৃহৎ সোনালী ব্যাংক লিমিটেডকে সম্পৃক্ত করা হয়েছে। উল্লেখিত আদেশের অনুচ্ছেদ ৬ এ বর্ণিত ‘আবেদন যাচাই- বাছাই কমিটি’ পুর্নগঠন করতঃ উপজেলা পর্যায়ে নির্বাহী অফিসারের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট কমিটিতে ‘উপজেলা সমাজসেবা কর্মকর্তা’ এর পরিবর্তে ব্যবস্থাপক, সোনালী ব্যাংক লিমিটেড’ এবং মহানগর এলাকায় জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত ৩ সদস্য বিশিষ্ট কমিটিতে ‘জেলা সমাজসেবা কর্মকর্তা’ এর পরিবর্তে ‘ব্যবস্থাপক, সোনালী ব্যাংক লিমিটেড’ কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
উক্ত কমিটিতে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোন উপজেলায় সোনালী ব্যাংকের একাধিক শাখা থাকলে যে শাখায় বীর মুক্তিযোদ্ধাদের অধিকাংশ ব্যাংক হিসাব পরিচালিত হয়। সেই শাখার ব্যবস্থাপক উক্ত কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। একই ভাবে মহানগর সংশ্লিষ্ট কমিটিতে দায়িত্ব নির্ধারণের ক্ষেত্রে মহানগর/সিটি কর্পোরেশনের বিভিন্ন থানা বা ওয়ার্ডে সোনালী ব্যাংকের একাধিক শাখা থাকায় সংশ্লিষ্ট থানা/ওয়ার্ডে অবস্থিত সোনালী ব্যাকের যে শাখা অধিকাংশ বীর মুক্তিযোদ্ধাদের ব্যাংক হিসাব পরিচালিত হয়। সেই ব্যাংক শাখার ব্যবস্থাপক উক্ত থানা/ওয়ার্ড ভিত্তিক বীর মুক্তিযোদ্ধাদের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য সচিব হিসেবে কর্মরত শাখা ব্যবস্থাপক প্রয়োজনে ব্যাংকে ডাটাবেইজ বা অন্যান্য শাখা ব্যবস্থাপকের সহায়তা গ্রহণ করতে পারেন।
এছাড়া উক্ত সংশোধিত আদেশে বিদেশে স্থায়ীভাবে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা বা একই পরিবারে একাধিক মুক্তিযোদ্ধা বা অপ্রাপ্তবয়স্ক সুবিধাভোগীর ক্ষেত্রে সম্মানি ভাতা বিতরণে করণীয় সম্পর্কেও স্পষ্টীকরণ করা হয়েছে।
এ প্রেক্ষিতে, সংশোধিত ‘বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০’ অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণে সমাজসেবা কার্যালয়ের কোন ভূমিকা না থাকায় বীর মুক্তিযোদ্ধাদের প্রমাণক/দলিলাদিসমূহ এবং গওঝ এর টংবৎ ওউ ্ চধংংড়িৎফ সহ সংশ্লিষ্ট কমিটির সভাপতির দপ্তরে হস্তান্তর/গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।