স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা/মহানগর ও উপজেলা কমান্ডসমূহের নির্বাচন পরিচালনার জন্যে সরকার পাঁচ সদস্য বিশিষ্ট সংশোধিত নির্বাচন কমিশন পুর্নগঠন করেছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে এ কমিশন গঠন করা হয়। গতকাল ৩১ আগস্ট রাষ্ট্রপতির আদশেক্রমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রথীন্দ্র নাথ দত্ত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রজ্ঞাপনের স্মারক নম্বর-৪৮.০০.০০০০.০০৪.৩১.০৪৩.২০২১/২৮৪।
নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হলেন, মন্ত্রী পরিষদ সচিব। বাকী ৪কমিশনার হলেন, সাবেক সচিব শাহজাহান সিদ্দিকী বীর বিক্রম, সাবেক অতিরিক্ত সচিব মোঃ আনছার আলী খান, লেঃ কর্ণেল কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক ও সাবেক অতিরিক্ত সচিব এ এফ এম ইয়াহিয়া চৌধুরী।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এই কমিটি সার্বিক সাচিবিক দায়িত্ব পালন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। এ নির্বাচন কমিশন এইক দিনে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা/মহানগর কমান্ড কাউন্সিল ও উপজেলা কমান্ড কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করবেন।