রহমান রুবেল
বাংলাদেশ আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর শহর শাখা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রæয়ারি) দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা সংসদের সম্মুখে মানববন্ধনে সভাপতিত্ব করেন পৌর শাখার সভাপতি কাউছার আহমেদ।
পৌর শাখার সাধারণ সম্পাদক আতিউর রহমান সোহান ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা শাখার সহ সভাপতি মোঃ মমিনুল ইসলাম উজ্জল, পৌর শাখার সহ সভাপতি আয়শা আক্তার শ্যামলী ও সাংগঠনিক তামিম হাসান।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল ওঠে পরে লেগেছে দীপু আপার বিরুদ্ধে। বিগত ১২ বছর চাঁদপুরের সকল উন্নয়ন কাজ হয়েছে দীপু আপার হাত ধরে। সরকারের ও চাঁদপুরের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে একটি মহল মিথ্যাচার করে আসছে। দলের, দেশের ও চাঁদপুরের স্বার্থে আমরা এক ও অভিন্ন থেকে কাজ করি। এ মিথ্যাচারের জন্য মহলটিকে ক্ষমা চাওয়া উচিত।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফজলে রাব্বি পাটওয়ারী, সুমন, সোহেল সিদ্দীক, ফাতেমা আক্তার ও বিলকিস আক্তার।