মোহাম্মদ ইকবাল হোসেন :
মহান বিজয় দিবস উপলক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রাক্কালে বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর পরই জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের কর্মকর্তারা অন্যান্য বিভাগের কর্মকর্তাসহ মোট ২০ জন কর্মকর্তা সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সদর উপজেলার পৌর এলাকা ও ইউনিয়নগুলোতে মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে এ শুভেচ্ছা উপহার তুলে দেন।
এ ব্যাপারে মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের ঋণ শোধ হবার নয়। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির বিজয়ের এই দিনে তাঁদের হাতে উপহার তুলে দিতে পেরে আমরা গর্বিত।