স্টাফ রির্পোটার:
মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল-এর চাঁদপুর জেলা শাখা গঠন করা হয়েছে। তিনমাস মেয়াদী এ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সাপ্তাহিক শপথ-এর সম্পাদকীয় প্রধা্ন ্আবু ইউসুফ। আর সাধারণ সম্পাদক মনোনীত হন হাবিবুর রহমান সুমন। এছাড়া অন্যান্য কার্যনিবার্হী পরিষদের অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোঃ সেলিম মিয়া, যুগ্ম সম্পাদক মাওলানা আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ হোসেন তালুকদার, দপ্তর সম্পাদক, হাফেজ মামুন। এছাড়া কার্যনিবার্হী সদস্যরা হলেন, মাহবুব আলম, মোঃ শেখ ফরিদ, মোঃ রাশেদ, হোসেন মজুমদার, আব্দুল হান্নান, এবং আব্দুল্লাহ আল নোমান।
কমিটি গঠন উপলক্ষ্যে মিনহাজিয়ান সেমিনারের আয়োজন করা হয়। মিনহাজিয়ান সেমিনারে সভাপতিত্ব করেন মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মিজানুর রহমান সালমান আল ওয়ায়েসী।
প্রধান অতিথি ছিলেন মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল-এর কুমিল্লা বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক হযরত মাওলানা হাবিবুর রহমান জিলানী।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশ কুমিল্লা বিভাগ মিডিয়া সেক্রেটারি মোঃ আল আমিন বেপারী মিডিয়া সেক্রেটারি ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হযরত মাওলানা হাবিবুর রহমান জিলানী মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা ডঃ তাহির উল কাদেরি সম্পর্কে নাতিদীর্ঘ আলোচনা করেন। তিনি দীন ও দুনিয়ার আলোকিত কর্ম ব্যাপ্তির আলোচানা করেন তাতে রুহানি পথের শ্রেষ্ঠ পাথেয় অর্জনের আলোক পাত করেছেন। সার্বিকভাবে সর্জনের রুহানি উন্নতির লক্ষ্যে সর্বসম্মতিক্রমে চাঁদপুর জেলা শাখার আগামী তিন(৩) মাসের জন্য কমিটি ঘোষণা করা হয়।
তাবারুক বিতরণের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, যুগের ইমাম শতাব্দীর মুজাদ্দিদ শাইখুল ইসলাম প্রফেসর ডঃ তাহির উল কাদেরি এর প্রতিষ্ঠিত মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল দীর্ঘদিন বাংলাদেশে বিভিন্ন দ্বীনি কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।