দৈনিক শপথ রিপোর্ট:
প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার নদী এলাকায় মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল করতে নৌ-পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। এমন পরিস্থিতিতে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২ হাজার ২০০ পুলিশ তা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে। মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল করতে শেষ মুহূর্ত পর্যন্ত কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে চাঁদপুরে মা ইলিশ বিচরণের অভয়াশ্রম পরিদর্শন করেন তিনি। মেঘনা নদীতে অভিযান পরিচালনা সরেজমিন দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পুলিশ মহাপরিদর্শক।
সফরকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর বেশকিছু এলাকা ঘুরে দেখেন পুলিশের মহাপরিদর্শক ও তার সফরসঙ্গীরা। এ সময় নৌ-পুলিশের মা ইলিশ সংরক্ষণ অভিযান কার্যক্রম দেখে ভূয়সী প্রশংসা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নৌ-পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি কামরুল আহসান, অতিরিক্ত ডিআইজি সফিকুর রহমান, চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ, নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার আ.ক.ম আক্তারুজ্জামান বসুনিয়া, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় প্রমুখ।