স্টাফ রিপোর্টার :
মা ইলিশ রক্ষা অর্থাৎ অভয়াশ্রম বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা চালিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুরে কর্মরত বাহিনী। সবশেষ মঙ্গলবার ভোর ছয়টা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত নদীতে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এসময় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১৭ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। পাশাপাশি বিপুল পরিমান কারেন্টজাল ও ইলিশ জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের কমান্ডার এনায়েত উল্লাহ।
কোস্ট গার্ড স্টেশান সূত্রে জানা যায়, এ পর্যন্ত মোট নির্বাহী ম্যাজিস্ট্রেট কতৃক জেলেদের কারাদন্ড প্রদান করা হয়েছে ১৪২ জনকে, কারেন্ট জাল ৪৮ লাখ ১৭ হাজার বর্গ মিটার। ফিশিং নেট ৭ লাখ ৬৩ হাজার বর্গ মিটার, মশারী নেট ৫০ হাজার বর্গ মিটার, মা ইলিশ ২ হাজার ৭ শ ১৭ কেজি, স্পিড বোট ০৩ টি স্ট্রিল বোট ২ টি, কাঠের নৌকা ইঞ্জিনসহ ৩৯ টি, মোবাইল সেট ৪ টি ও নগদ টাকা ৯ শ ৬০ টাকা জব্দ করা হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের কমান্ডার এনায়েত উল্লাহ জানান, এখন পর্যন্ত চাঁদপুর কোস্টগার্ড কতৃক মোট ১৯৮ টি অভিযান পরিচালনা করা হয়েছে। মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল করতে আমরা আমাদের চেষ্টা করেছি এবং আমরা সফল হয়েছি। যদিও কিছু অসাধু জেলে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নেমেছে কিন্তু সেটা পরিমানে অনেক কম। আর মাত্র একদিন পরেই জেলেরা নদীতে মাছ ধরতে নামবে। আশা করছি তারা আমাদের সহযোগিতা করবে।