সুমন আহমেদ
আ.লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্য হিসেবে যুক্ত হয়েছেন চাঁদপুরের কৃতী সন্তান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। তিনি অবিভক্ত ঢাকা মহানগর আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক। চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের কয়েক দফায় নির্বাচিত সংসদ সদস্য। এছাড়া আ.লীগ সরকারের একাধিকবার মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন এই জননন্দিত রাজনীতিবিদ।
শুক্রবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় দলটির সভাপতি শেখ হাসিনা দলের তিন নেতাকে সভাপতিমÐলীর সদস্য হিসেবে অর্šÍভুক্ত করেন। গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) আ.লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ু–য়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এদিকে মায়া চৌধুরী দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম তথা প্রেসিডিয়াম সদস্যের নির্বাচিত চিঠি পাওয়ার খবর পাওয়া মাত্রই মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভার নেতৃত্বে এসময় মটর শোভাযাত্রা বের করা হয়। পরে নেতাকর্মীরা ইউনিয়ন আ.লীগের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সভা করেন।
এ সময় ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভা বলেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্য মনোনীত করায় একজন যোগ্য ও ত্যাগী নেতার যথাযথ মূল্যায়ন হলো। এই গুরুদায়িত্ব প্রদান করায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি আধুনিক মতলবের রুপকার, মতলবের মাটি ও মানুষের নেতা মায়া চৌধুরীকে কলাকান্দা ইউনিয়নবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। এ সময় দলীয় নেতাকর্মী ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।