স্টাফ রিপোর্টার:

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলায় শতভাগ মানুষকে মাস্ক ব্যবহারের আওতায় আনা, স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক/শারিরীক দূরত্ব বজায় রাখা, মাস্ক ছাড়া যানবাহনে যাত্রী না উঠানো, মাস্ক ছাড়া দোকানে পণ্য বিক্রয় না করা, করোনা পজিটিভ রোগীদের প্রতি মানবিক আচরণ করা ইত্যাদি বিষয়ে মানুষকে সচেতন করার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখের রাস্তায় “সচেতনামূলক মানববন্ধন ” কর্মসূচি পালন করা হয়েছে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের ১২৫ জন ভলান্টিয়ার ও সাংবাদিকবৃন্দ।এছাড়াও কমিউনিটি পুলিশের ও কিউআরসি এর সদস্যরাও এ মানববন্ধনে একাত্ম হয়ে এতে অংশগ্রহণ করেছেন। রাস্তার একপাশ ধরে প্রত্যেকে সামাজিক দূরত্ব বজায় দীর্ঘ প্রায় আধা কিমি দীর্ঘ পথ জুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, জীবন জীবিকার প্রয়োজনে সবাই বের হয়ে পড়েছে। কিন্তু করোনা ভাইরাস আমাদের ছেড়ে যায়নি। এখনো নতুন নতুন মানুষ আক্রান্ত ও মৃত্যুবরণ করছে। তাই সবাইকে ঘরে ও ঘরের বাইরে সর্বত্র এখনো সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
মানববন্ধনে প্রত্যেকের হাতে ছিল মানুষকে সচেতন করার জন্য নানা সচেতনামূলক লেখা সম্বলিত ফেষ্টুন।
প্রায় ৩০ মিনিট ব্যাপী মানববন্ধন চলে। এসময় পথচারীদের মাঝে ৩০০ মাস্কও বিতরণ করা হয়।