আমান উল্লাহ খান ফারাবী:
চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কওমি অঙ্গনের বিদ্যাপীঠ। দাওরায়ে হাদীস (মাস্টার্স) শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এমদাদুল উলম শাশিয়ালীর ২দিন ব্যাপী ৯৪মত বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্টিত হবে আগামীকাল।
২ ও ৩ ডিসেম্বর রোজ শুক্রবার ও শনিবার ওয়াজ মাহফিলে দেশের বিভিন্ন ওলামায়ে কেরামগণ তাশরিফ আনিবেন।
মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা, হাফেজ ইব্রাহিম সাহেবের সভাপতিত্বে এবং মাওলানা মুছা ও মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় ১ম দিন আলোচনা পেশ করবেন, মাও. খালেদ সাইফুল্লাহ, মুফতি আঃ সালাম, আব্দুল মান্নান উসমানী, লৎফুর রহমান ফরায়েজী।
মাহফিলের ২য় দিন আলোচনা পেশ করবেন, মাও. আশেকে এলাহী, মুফতি আবু সাঈদ, মুফতি মোস্তাকুন্নবী, মুফতি শামছুদ্দোহা আশরাফী।
সকলকে মাহফিলে দলে দলে যোগদান করে দো’ জাহানের অশেষ নেকী হাসিল করার অনুরোধ করা হইলো।