ইকবাল বাহার:
চাঁদপুর শহরতলীর ঐতিহ্যবাহী মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পিএসসির মাধ্যমে ৭জন নতুন শিক্ষক যোগদান করেছেন। গতকাল সোমবার (৭ ফেব্রæয়ারী) তারা শিক্ষক হিসেবে এই বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানকৃত শিক্ষকরা হলেন, মোঃ সাইফুল ইসলাম (বাংলা), মেহেরুন্নেসা (ব্যবসায় শিক্ষা), মোঃ আব্দুর রাজ্জাক (চারু ও কারু), শ্যামল চন্দ্র সরকার (ভৌত বিজ্ঞান), মোঃ জাফর ইকবাল (ব্যবসায় শিক্ষা), ফয়েজ উল্যাহ (সামাজিক বিজ্ঞান), মোঃ আব্দুল্লাহ আল নোমান (ইসলাম ধর্ম)।
এসময় মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যায়রের শিক্ষকরা নব যোগদানকৃত শিক্ষকদের শিক্ষকতা পেশায় স্বাগত জানান। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি কুমিল্লা অঞ্চলের পক্ষ থেকেও তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।
এ বিষয়ে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি কুমিল্লা অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান বলেন, শিক্ষকতা পেশা একটা মহান পেশা। এখানে সবাইকে হতে হয় অনুকরণীয় ও অনুসরণীয় চরিত্রের। তিনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে শিক্ষকদের গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেন।
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ দেবনাথ বলেন, নতুনদের স্বাগত। আশা করি তারা শিক্ষকতার মহান পেশায় নিজেদের পাশাপাশি শিক্ষার্থীদের জীবনকে আলোকিত করবে। পরিশেষে সবার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
নবাগত শিক্ষকদের যোগদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোঃ মনির হোসেন, পবিত্র গীতা থেকে পাঠ করেন নীহার কান্তি চক্রবর্তী। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি কুমিল্লা অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ দেবনাথ, সিনিয়র শিক্ষক আব্দুল খালেক, সিনিয়র শিক্ষক কবির আহমদ ও সিনিয়র শিক্ষক মোজাহিদুল ইসলাম।