মাটির ভিতর প্রাণ আছে
মাটিরও আছে মন
মাটি থেকেই জন্মে কুড়ি
সাজায় এ ভূবন।
আকাশ মাটির ভালবাসা
স্বর্ব লোকে জানে
মাটির ব্যাথা জানায় মাটি
আপন দীর্ঘশ্বাসে।
পৃথিবীটা তৈরী মাটির
প্রাণীকুলের বাস
একদিন জীবন জাবে উড়ে হবে
মাটির গৃহে বাস।
প্রাণী কুলের জীবন বাতাস
শান্ত শীতল মন
এই মাটিতেই বিলীন হবে
বিশ্ব ত্রীভূবন।
এই মাটিতেই ফসল ফলাই
ঝড়িয়ে শরীর ঘাম
এই মাটিতেই লেখা থাকবে