মোঃ রাছেল/আতাউল করিম:
কচুয়ার ঐতিহ্যবাহী বেসরকারি সামাজিক সংগঠন মাকসুদা হক ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপি হারিচাইল হাসিমপুর সরাকরি প্রাথমিক বিদ্যালয়ে এ সেবা দেয়া হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু চিকিৎসা, শিশু, ডায়াবেটিস, চর্ম, মেডিসিন ও গাইনি রোগীদের চিকিৎসা সেবা দেন অভিজ্ঞ ডাক্তাররা। বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ৩ হাজার রোগীকে ওষুধসহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন মাকসুদা হক ফাউন্ডেশন।
জানা গেছে, মেডিকেল ক্যাম্পে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়াও ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উর্ত্তীণ শতাধিক কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদানসহ একজন বিশেষ চাহিদা সম্পন্ন মহিলাকে হুইল চেয়ার ও ৭জন নারীকে আত্ম-কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান করা হয়। পাশাপাশি ফাউন্ডেশনের পক্ষ থেকে কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ১২ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।
মাকসুদা হক ফাউন্ডেশনের চেয়ারম্যান গোফরানুল হকের সার্বিক ব্যবস্থাপনায় ও সাধারণ সম্পাদক আবু আবদুল্লাহ আল নয়নের তত্বাবধানে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মোঃ মনির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সচিব রফিকুল ইসলাম।
মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং মোঃ জাহাঙ্গীর আলম ও আবুল কাশেম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন মাকসুদা হক ফাউন্ডেশনের চেয়ারম্যান গোফরানুল হক।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি তৌহিদুল ইসলাম খোকা, বুরগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, রহিমানগর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহপরান, হারিচাইল আদর্শ শিক্ষা কল্যান সংস্থার সিনিয়র সহ-সভাপতি জামাল হোসেন, ইউপি সদস্য ওসমান গনি পলাশ ও মিজানুর রহমান, হারিচাইল হাসিমপুর সরকারি প্রাথিমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সমাজসেবক আঃ জলিল, সুধীর চন্দ্র দেবনাথ, নাদের শাহ, শাহাদাত হোসেন প্রধান, আঃ কাদির, গোলাম ছারোয়ার মাস্টার, দুলাল প্রধান, গাজী দুলাল, আঃ রব মাস্টার।
উল্লেখ্য, উক্ত সেবা কার্যক্রমের সার্বিক আয়োজনে সহযোগীতা করেন হ্যান্ডস ফর হিউম্যানিটি সংস্থাসহ স্থানীয় ১০টি স্বেচ্ছাসেবী সংগঠন।