স্টাফ রিপোর্টার :
চাঁদপুর সদরে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন এক পল্লী চিকিৎসক ডাঃ মন্জুর আহম্মেদ (রাজীব)। তিনি রোববার সকালে মারা যান। তিনি মহামায়া বাজারে ঔষুধ ব্যবসায়ী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪০বছর।
তিনি ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজারের মের্সাস সজীব মেডিকেল হলের স্বত্বাধিকারী।