এমরান হোসেন।
মহামারি করোনা
বিধাতার গজব
তবু কেন বুঝি না
আমরা সেসব।
স্রষ্টাকে ভুলে গিয়ে
করিনা তার ইবাদাত
স্রষ্টাও রেগে গিয়ে
দিয়েছেন লানত।
যুগে যুগে করোনারা
প্রলয় হয়ে আসে
এক নিমিষে হাজারো প্রাণ
পাহাড়ের ন্যায় ধসে।
পাপ বেভিচার যখন
অনায়াসে বৃদ্ধি পায়
খোদার সৈনিকরা তখন
আর নাহি সয়।
চলে আসে পৃথিবীতে
পাপী তাপী কেড়ে নিতে
খোদার বিধান কায়েম করে
নিজ গৃহে যায় চলে।
কুরআন হাদিস খুলে
দেখ সবে ভাই
খোদার হুকুম মানেনা যারা
ধ্বংস তারাই।