স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার খলিশাডুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মহুরম শেখ মোহাম্মদ সিরাজুল হক মাষ্টারের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ বাড়ীতে মিলাদ, দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত হবে। গত ১৩ এপ্রিল ২০২১সালের প্রথম রমজানে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম শেখ মো. সিরাজুল হক মাস্টার ১৯৬৬সালে সেনাবাহিনীতে ইন্টারভিউ দিলে তিনি নিজ দক্ষতায় সুনামের সাথে চাকুরী লাভ করেন এবং পূর্ব পাকিস্তান করাচীতে যোগদান করার থাকলেও পারিবারিক কারনে পরে আর যোগদান করেন। পরবর্তীতে তিনি শিক্ষকতায় চলে আসেন। তিনি শিক্ষকতা শুরু করেন চাঁদপুর সদর উপজেলা ফিসারী গেইট দেদার স্কুল (পূর্ব নাম) বর্তমানে মধ্য তরপুরচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মরহুম শেখ মো. সিরাজুল হক মাস্টার মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাবুরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাজরাজেশ^র সরকারী প্রাথমিক বিদ্যালয়, মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং মঠখোলা খলিশাডুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে শিক্ষকতা করেন। ২০০৫সালে মো. সিরাজুল হক মাস্টার ঐ স্কুল থেকে অবসরপ্রাপ্ত হন।
শিক্ষকতার দীর্ঘ সময়ে অসংখ্য শিক্ষার্থীকে নিজ আলোয় আলোকিত করে দেশে ও বিদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সুনামের সাথে সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত।
মৃত্যুকালীণ সময়ে বহু অসংখ্য শিক্ষা অনুরাগী আত্মীয় স্বজন ও স্ত্রী, তিন পুত্র এক কন্যা সন্তান রেখে যান। মরহুম শেখ মো. সিরাজুল হক মাস্টারের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে নিজ বাড়ীতে মিলাদ দোয়া ও কোরআন খতম এর আয়োজন করা হয়েছে।
উক্ত মিলাদ মাহফিল পরিচালনা করবেন চাঁদপুর সদর উপজেলার জামে মসজিদের খতিব কা¦ারী মাওলানা হাফেজ মো. কেফায়েত উল্যাহ। মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন ষোলঘর পাকা মসজিদের হাফেজ মাওলানা আনিছুর রহমান ও হাফেজ মাওলানা রাহাদ হোসেন এবং শেখ বাড়ী জামে মসজিদের ইমাম ও হাফেজগণসহ সামাজিক ও এলাকার পরিবার ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
সকল ধর্মপ্রাণ মুমিন মুসলমান পরিচিত ও অপরিচিত এবং প্রাক্তন ও প্রবীন শিক্ষার্থীগণ সকল শুভাকাঙ্খী ও আত্মীয় স্বজনগণ মরহুম শেখ মো. সিরাজুল হক মাস্টারের রুহের মাগফেরাত কামনায় সকলেই দোয়া করি আল্লাহ তায়ালা যেনো সর্বোচ্চতম স্থান জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন।