সুমন আহমেদ
চাঁদপুর জেলা আ.লীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ ও তাঁর স্ত্রী চাঁদপুর জেলা পরিষদের সদস্য ইয়াছমিন আহমেদ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অংশ নেয়ার কারণেই হয়তো করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বাসিন্দা। তিনি একাধারে চাঁদপুর জেলা ঠিকাদার সমিতির সাবেক সভাপতি, মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং-এর সাবেক সভাপতি, উপজেলার সাবেক শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী, কয়েকটি হাই স্কুল পরিচালনা কমিটির বর্তমান ও সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২৪ জানুয়ারি সোমবার স্যাম্পেল টেস্টের মাধ্যমে জানতে পারেন যে তিনি ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। মনজুর আহমদ ও তার সহধর্মিনী বর্তমানে নিজ বাসায় ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। রোগমুক্তির জন্য সমাজ সেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মনজুর আহমদ সকলের কাছে দোয়া চেয়েছেন।