মো. কবির মজুমদার:
মতলব দক্ষিণে লাইসেন্স ব্যতীত পশুখাদ্য বিক্রয় ও চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া গবাদিপশুর এন্টিবায়োটিক ওষুধ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে মতলব পৌর বাজারে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মাদ জাকির হুসাইন ও থানা পুলিশের সদস্যবৃন্দ। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া বলেন, দুই ব্যবসায়ীকে ৬ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়েছে। এছাড়াও বাজারে মাংসের দোকানগুলোতে মাংসের মান নিয়ন্ত্রণ হচ্ছে কিনা তা যাচাই করার জন্য পরিদর্শন করা হয়। তবে এখন থেকে এ বিষয়ে নিয়মিত অভিযান চালানো হবে।