মতলব পৌরসভায় ৩নং ওয়ার্ডের কলাদী গ্রামের মৃত শাহেদ আলী মুন্সী’র ছেলে হাজী রফিকুল ইসলাম মুন্সীর কাছ থেকে ক্রয় করার উদ্দেশ্যে বায়না সূত্রে জমির মালিক হলেন মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডের মাছুম প্রধানের মেয়ে জান্নাতুল নুরিয়া (নিপা)। ভাঙ্গারপাড় মৌাজায় সাবেক হাল দাগ-৩১, বিএস-১৬৭, এসএ নং ২৫, বিএস চুড়ান্ত-৭৩১ নাল মোয়াজে ৭ হাজার একরের মধ্যে ৬ শতাংশ ভূমির মালিক হলেন তিনি। উল্লেখিত মৌজা ও দাগের ভূমির প্রতি যদি কারো অভিযোগ থাকে তাহলে মোবাইল নাম্বারে যোগাযোগ করার আহ্বান করা গেল। মোবাইল নং ০১৮১৫৫৬৭৫৫১,০১৮৬১৪৫৩৬৩২। বায়না সূত্রের মালিক পক্ষ জান্নাতুল নুরিয়া নিপা বলেন, যদি এ মৌজা ও দাগে ওয়ারিশগণ ও ব্যক্তিমালিকদের কোন অভিযোগ থাকে তাহলে আমার ওই মোবাইল নম্বরের যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।