মো. কবির মজুমদার:
মতলব পৌরসভার ২০২২-২৩ অর্থবছরে ৬১ কোটি ৭৮ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বেলা ১২টার দিকে মতলব পৌরসভা কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. আওলাদ হোসেন। বাজেটে আয় দেখানো হয়েছে ৬১ কোটি ৭৮ লাখ টাকা। ব্যয় ধরা হয়েছে ৬১ কোটি ৭৮ লাখ টাকা। বাজেট ঘোষণা শেষে নাগরিক সেবা ও পৌরসভার উন্নয়নমূলক কর্মকাÐ বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন মেয়র মো. আওলাদ হোসেন লিটন। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাহমিদা হক। মেয়র মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে বাজেট উপস্থাপনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মবিন সুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রুনু সহ পৌর কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।