মোঃ কবির মজুমদার:
মুজিববর্ষ উপলক্ষে দেশের প্রতিটি থানায় পুলিশের উপহার হিসেবে একটি গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ ও পাশাপাশি নির্যাতিত নারী, বয়স্ক ও প্রতিবন্ধীদের আইনি সহায়তা সার্ভিস ডেস্ক স্থাপনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়ালি এই গৃহ হস্তান্তর ও সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন।
উদ্বোধনকালে মতলব দক্ষিণ থানা থেকে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, তদন্ত ওসি হারুনুর রশিদ সহ অন্যান্য পুলিশ অফিসার ও সদস্যবৃন্দ।
মতলব দক্ষিণ থানা কার্যালয়ে স্থাপিত একটি কক্ষে সার্ভিস ডেস্কের কার্যক্রম শুরু হয়েছে। একজন এস আইকে এই ডেস্কের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া। তিনি বলেন, এই ডেস্ক স্থাপন করা হয়েছে যা নারী শিশু ও প্রতিবন্ধীদের বিচার পেতে সহায়তা করবে।
এই ডেস্কের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) উপ-পুলিশ পরিদর্শক মো. রুহুল আমিন বলেন, যেসমস্ত নারী শিশু পারিবারিক সহিংসতার শিকার হন বা বয়স্ক ব্যক্তি বা প্রতিবন্ধী বাড়িতে বা অন্য যেকোনো স্থানে সমস্যায় পড়েন বা নির্যাতিত হন, তখন এই ডেস্কে সরাসরি এসে তারা কারো কোনো সাহায্য ছাড়াই তাদের অভিযোগ লিপিবদ্ধ করতে পারেন। তখন অভিযোগের ধরণ বুঝে আইনি ব্যবস্থা বা মামলার সুযোগ করে দেওয়া হয়।
তিনি আরও বলেন, যাদের মামলা করার সামর্থ্য থাকে না বা অর্থাভাবে মামলা করতে পারবে না, তাদেরকে জজ কোর্টের লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা নেবার জন্য প্যানেল আইনজীবীদের নিকট পাঠানো হয়।