সোবহান ফারুক:
মতলব দক্ষিণে সাংবাদিক ফেডারেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কেক কাটা, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই ও মাস্ক বিতরণ এবং আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক। এ সময় তিনি সংগঠনের সদস্যদেরকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। আজ সাংবাদিক ফেডারেশন সংগঠনের সভাপতি প্রতিষ্ঠাবার্ষিকীতে যে কর্মসূচি গ্রহণ করেছেন আমি তাকে ধন্যবাদ জানাই। সংগঠনের সকল কার্যক্রমে আমার সহযোগিতা থাকবে।
সাংবাদিক ফেডারেশনের সভাপতি গোলাম হায়দার মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন, রোটারী ক্লাব অব মতলব এর প্রেসিডেন্ট রোটাঃ শ্যামল চন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা, চরমুকুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা বেগম, শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সাবিদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। পরে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।