সোবহান ফারুক
মতলব দক্ষিণে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকার রোববার মতলব-বাবুরহাট সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাস্ক ব্যবহার না করায় ১০ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভ‚মি) সেটু কুমার বড়–য়া।
এ সময় তিনি বলেন, মহামারী করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষা পেতে হলে প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে হবে। সরকারের নির্দেশ অমান্য করে মাস্ক ব্যবহার না করায় তাদেরকে জরিমান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্কাউটস্ সদস্যবৃন্দ সঙ্গে ছিলেন।
আজ,
বুধবার , ৪ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
- মূলপাতা
- /
- চাঁদপুর
- /
- মতলব উত্তর
- /
- মতলব দক্ষিণে মাস্ক ব্যবহার না করায় জরিমানা
আরও খবর
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।