সোবহান ফারুক:
মতলব দক্ষিণে মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ মমিন প্রধান ও মোঃ নাইম ইসলাম নামে দুই মাদক ব্যবাসয়ীকে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। গত ২৩ জানুয়ারি এ অভিযানের নেতৃত্ব দেন থানার এসআই কবির হোসেন ও হাবিবুর রহমান ভূঁইয়া।
অভিযানে উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের আধারা গ্রাম থেকে আটককৃতদের কাছ থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন মিয়া বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।