মতলব দক্ষিণ প্রতিনিধি:
মতলব দক্ষিণে পৃথক তিনটি অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি ও আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যসহ তিন জনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে তাদেরকে থেকে আটক করা হয়।
আটককৃতরা হলো- দক্ষিণ দিঘলদী এলাকার মোঃ আবুল বাশার মিজির ছেলে আবু হাসান মিজি ইউসুফ (২৪), কুমিল্লার তিতাস উপজেলার রায়পুর গ্রামের মৃত খোরশেদ আলম সরকারের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩৩) ও মতলব দক্ষিণ উপজেলার ধুলিয়াউরা গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে মামুন মিয়াজী (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সোয়া ১১টার দিকে গোপণ সংবাদের ভিত্তিতে মতলব দক্ষিণ উপজেলার ৫নং উত্তর উপাদী ইউনিয়নের বহরী আড়ং বাজারের পূর্ব পার্শ্বে সড়ক থেকে আবু হাসান মিজি ইউসুফ নামের একজনকে আটক করে পুলিশ। ওই সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। ওইদিন রাত ১টায় কুমিল্লার তিতাস উপজেলার রায়পুর গ্রামে অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামী মোঃ শরিফুল ইসলাম নামের এক আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে আটক করে পুলিশ। একই দিন রাত সাড়ে ৭টায় মতলব দক্ষিণ উপজেলার ধুলিয়াউরা গ্রামে মাকে মারধরসহ হুমকির অভিযোগে আসামী মামুন মিয়াজী নামের একজনকে আটক করা হয়।
এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, তাদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মামলা করা হয়েছে। পরে সবাইকে বৃহস্পতিবার সকালে আদালতে সোর্পদ্য করা হয়।