সোবহান ফারুক:
মতলব দক্ষিণ উপজেলায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)-এর আওতায় সিএনজি, অটোরিক্সা ও থ্রি হুইলার চালকদের সচেতনতা বৃদ্ধিতে ট্রাফিক আইন বিষয়ক ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বাস্তবায়নে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশানাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র আর্থিক সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হক। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) সেটু কুমার বড়–য়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। ৬ ফেব্রæয়ারী থেকে শুরু হওয়া এই কর্মশালা আগামী ৯ ফেব্রæয়ারি পর্যন্ত চলবে। কর্মশালায় ১শ ২০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।