মতলব প্রতিনিধি
মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও মতলব পৌর ছাত্রলীগের সাবেক সদস্য গোলাম রাব্বীর উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খানকে অভিনন্দন জানিয়ে এই শোভাযাত্রা বের করা হয়।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় মতলব দক্ষিণ উপজেলা সদরের পূর্ব কলাদী থেকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম রাব্বির নেতৃত্বে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে মতলব বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মতলব সরকারি ডিগ্রি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন মতলব পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি দেওয়ান পারভেজ। পরে মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম রাব্বি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সভাটি সমাপ্তি করেন।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী মতলব পৌর ছাত্রলীগের সাবেক এই নেতা বলেন, উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে শীঘ্রই নতুন কমিটি গঠন করার প্রক্রিয়াকে আমরা স্বাগত জানাই। এ জন্য জেলা ছাত্রলীগকে অভিনন্দন ও কৃতজ্ঞতা এবং যোগ্য নেতৃত্বের কাছে আগামীর কমিটি উপহার দিবেন বলে বিশ্বাস করি।
আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগ, মতলব পৌর ছাত্রলীগ, মতলব সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগ এবং সকল ইউনিয়ন, ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মী।
আজ,
রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।