মোঃ কবির মজুমদার:
মতলব দক্ষিণে গাঁজা-ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার নারায়ণপুরে ও গত রোববার বিকেলে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে পৃথক দুই অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ৪০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নারায়ণপুর পৌরসভার পয়ালী-জোরপুল পাঁকা রাস্তায় তল্লাশিকালে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে মোঃ সালাউদ্দিন (২৬) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সে চাঁদপুর সদরের পশ্চিম মৈশাদী গ্রামের মৃত ইয়াজুল বেপারীর ছেলে। এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
এদিকে পৃথক আরেক অভিযানে রোববার বিকেলে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ আধারা তালুকদার বাড়ির পুকুর পাড় থেকে ৪০ পিস ইয়াবাসহ সুকেশ চন্দ্র দাস সাধু (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সে আধারা দাস বাড়ির মৃত সন্তোষ কুমার দাসের ছেলে। এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, থানায় পৃথক দুটি মামলা করা হয় এবং আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।