সোবহান ফারুক
মতলব দক্ষিণ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০৪ পিচ ইয়াবা ও আড়াইশ গ্রাম গাঁজাসহ নেছার আহমেদ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত ২১ জানুয়ারি তুষপুর বাজারের কাউছার পাটওয়ারীর দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, মতলব দক্ষিণ থানার কর্মরত এসআই মোঃ হাবিবুর রহমান ও এএসআই মোঃ ছগির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার তুষপুর বাজারের কাউছার পাটোয়ারীর দোকানের সামনে থেকে মাদকদ্রব্য সহ হাতেনাতে আটক করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন মিয়া জানান, মাদক ব্যবসায়ী নেছার আহমেদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।