সুমন আহমেদ:
মতলব-গজারিয় ব্রীজ অব্যশই হবে। ব্রীজ নির্মাণের জন্য সকল প্রস্তুতি চলছে। আসা করা যায় স্বল্প সময়ের মধ্যে তা একনেকে পাশ হবে। এই ব্রীজ হলে মতলববাসীর ভাগ্যের পরিবর্তন হবে। কুমিল্লা-নোয়াখালির মানুষ মতলবের উপর দিয়ে ঢাকায় যাতায়াত করবে। মতলব হবে আধুনিক শহর। গতকাল রোববার সকালে উপজেলার পশ্চিম ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
তিনি আরো বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। সঠিক ও কার্যকর পদক্ষেপের কারণে মানুষের জীবনমানের অভাবনীয় পরিবর্তন হয়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ। ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে সারাদেশে। উন্নয়নের উৎসব চলছে দেশের প্রতিটি আনাচে-কানাচে। শিল্প উদ্যোক্তারা ব্যবসাবান্ধব পরিবেশ পেয়ে নতুন নতুন কারখানা স্থাপনে উৎসাহী হচ্ছে। শিক্ষিত ও দক্ষ বেকারের কর্মসংস্থান হচ্ছে। দেশ বিদেশে বিনিয়োগ বাড়ছে অতীতের যেকোন সময়ের চেয়ে কয়েকগুণ। এক কথায় বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আর এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঠিক নেতৃত্ব ও দেশ পরিচালনায় অভাবনীয় দক্ষতা ও বিচক্ষণতার কারণে। এতে সারাবিশ্বের কাছে বাংলাদেশের ভাবর্মূতি সমুজ্জ্বল হয়েছে। এসময় প্রধানমন্ত্রীর পক্ষে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগের জন্য আয়োজককে ধন্যবাদ জানান তিনি। সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকাই হচ্ছে আ.লীগ সরকারের কাজ। এই সরকার সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নিরবিচ্ছিন্ন কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, চাঁদপুর-২ আসনের সাংসদ ও ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল ও মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসান।
ইসলামাবাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুলের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাডঃ আক্তারুজ্জামানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার ইয়াসির আরাফাত, রমনা থানা আ.লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান ইমাম, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, ইসলামাবাদ ইউনিয়ন আ.লীগের সভাপতি বাবু অমৃত লাল নাগ, মহিলা আ.লীগ নেত্রী লিপি বেগম, ষাটনল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, মুন্সিরহাট কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, খলিল মেম্বার প্রমুখ। আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের অসহায় শীতার্ত ৩শ ৭০জন নারী-পুরুষের হাতে কম্বল তুলে দেয়া হয়।