তুহিন ফয়েজ
মতলব দক্ষিণ উপজেলায় প্রধান কৃষি কর্মকর্তার পদসহ আরো ১৪টি পদ বহুদিন ধরে শূন্য রয়েছে। এতে কৃষকদের কৃষি বিষয়ক পরামর্শ, বিনা মূল্যে বীজ-সার বিতরণ ও তদারকি, আধুনিক প্রযুক্তিতে ফসল উৎপাদন বৃদ্ধি, পোকামাকড় দমন এবং বিভিন্ন প্রকল্পের প্রদর্শনী বাস্তবায়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন উপজেলার ১৯ হাজারের বেশি কৃষক। উক্ত উপজেলায় বর্তমানে আবাদকৃত কৃষি জমি রয়েছে ৮ হাজার ১শ ২৮ হেক্টর জমি।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, মোট ৩৫টি পদের মধ্যে বর্তমানে বিভিন্ন পদে ২০জন কর্মরত আছেন। বাকী ১৫টি পদ খালি রয়েছে। তার মধ্যে কৃষি কর্মকর্তা ১জন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ১জন, কৃষি সম্প্রশারণ পদে ১জন, উচ্চমান সহকারী পদে ১জন, উপ-সহকারী ৮জন, অফিস সহকারী কাম কম্পিউটার পদে ২জন ও পিপিএম পদে ১ জনসহ মোট ১৫টি পদ খালি। এতগুলো পদ খালি থাকায় কোনো কাজই ভালোভাবে করা সম্ভব হচ্ছে না বিদায় শূন্য পদে কৃষি কর্মকর্তাসহ লোক নিয়োগ খুবই জরুরি বলে জানান উপজেলা কৃষি কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আয়েত আলী।
তিনি বলেন, জনবলের অভাবে কৃষি কার্যক্রম পরিচালনায় আমাদের কিছু ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। জনবল কম হওয়ায় এক বøকের উপ-সহকারী কর্মকর্তা অন্য বøকের কাজ দেখাশুনা করতে হয়। তাতে ঐ কর্মকর্তার ওপর কাজের পেশার পরে।
অতিরিক্ত দায়িত্বে থাকা মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন বলেন, এ উপজেলায় কৃষি অফিসে অনেকগুলো পদ দীর্ঘদিন ধরে খালি থাকায় কার্যক্রমে গতি নেই। শূন্য পদে কর্মকর্তা দেয়ার জন্য একাধিকবার জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালকের (ডিডি) কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে।
এদিকে শূন্য পদে কর্মকর্তাদের পদগুলো পুরণ হলে কৃষি কার্যক্রম পরিচালনায় আর কোন ব্যাঘাত হবেনা বলে মন্তব্য করেছেন উপ সহকারী কর্মকর্তা মোঃ আয়াত আলী।
বর্তমানে উপজেলার উপাদী উত্তর ও দক্ষিণ ইউনিয়নের ব্লকে ৪জন, নারায়নপুর ইউনিয়নে ১জন, খাদেরগাও ইউনিয়নে ১জন, নায়েরগাও ইউনিয়নে ২ জনসহ মোট ৮টি ব্লকে ৮টি উপসহকারীর পদ শূন্য রয়েছে। এতে কৃষি সেবা থেকে নানভাবে বঞ্চিত হচ্ছে কৃষকরা। তাই শূন্য পদে লোক নিয়োগে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন মতলব দক্ষিণ উপজেলার কৃষকরা।